নানা দেশের পুরাণেও মাতৃ দিবসের উল্লেখ আছে। বিভিন্ন দেশে মাতৃ দিবসের জন্য বেশে নেওয়া হয়েছিল নির্দিষ্ট দিন। তবে, আমেরিকা সর্বপ্রথম মে মাসের প্রথম দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন শুরু করে। সেই থেকে অধিকাংশ দেশই এই দিনটি বেছে নিয়েছেন। সেই অনুসারে, এবছর ৮ মে পালিত হবে বিশ্ব মাতৃ দিবস। অর্থাৎ, আগামী কাল মা-কে সম্মান জানানোর দিন। এই বছর এই দিনটি পালন করুন একেবারে অন্য ভাবে। মায়ের জন্য বিশেষ পরিকল্পনা করুন। দিনের শুরুতে পাঠান শুভেচ্ছা বার্তা। মেসেজে লিখতে পারেন আপনার মনের কথা। জেনে নিন কেমন বার্তা পাঠাবেন মাতৃ দিবসে। রইল ১৫টি মেসেজ। দেখে নিন এক ঝলকে।