মা কথাটি ছোট অতি, কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মদুর ত্রিভূবনে নাই। শুভ মাতৃ দিবস। এই বার্তায় জানান নিজের ভালোবাসা। মায়েরা নিজের সকল সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোলাগা ত্যাগ করে চলেছেন শুধুমাত্র সন্তানের সুখের জন্য। তাই মাদার-স ডে বিশেষ উপহার দিয়ে থাকেন মাকে। দিনটি পালন করুন একেবারে অন্য রকম ভাবে।