চুল নিয়ে সব সময় চলে চুল চেরা বিশ্লেষণ। খুশকি, চুল পড়া, ডগা ফাটা মতো একাধিক সমস্যা নাজেহার অবস্থা সকলের। আর বর্ষার মরশুমে যেন সমস্যা দ্বিগুণ হয়ে যায়। কখনও ড্যামেজ চুল, কখনও চুল পড়ার মতো সমস্যা। এদিকে সকলের চুলের ধরন আলাদা। তাই যাদের পাতলা চুল তারা আরও সমস্যায় ভোগেন। পাতলা চুলে যদি বাড়ে চুল পড়ার সমস্যা তাহলে তা কঠিন হয়ে দাঁড়ায়। সকলেই এই সমস্যা থেকে মুক্তি শ্যাম্পু বদল করেন। তো কেউ পার্লার ট্রিটমেন্ট করেন, তেমনই কেউ বাজার চলতি নানান প্রোডাক্ট ব্যবহার করেন, আবার অনেকে বানান ঘরোয়া প্যাক। এবার মেনে চলুন এই কয়টি জিনিস। যাদের চুলের ধরন যদি পাতলা হয়, তাহলে ভুলেও করবেন না এই কয়টি কাজ, হতে পারে ক্ষতি।