অধিক তেল দেবেন না পাতলা চুলে। এতে আরও তেলা লাগবে। আপনার চুলে যতটা দরকার ততটা তেল দিন। তবে, সবার আগে দেখে নিন যে তেল ব্যবহার করছেন, তা আপনার চুলে উপযুক্ত কিনা । সঠিক পণ্য ব্যবহান না করলে বাড়তে থাকে সমস্যা। তাই মেনে চলুন এই বিশেষ নিয়ম। তবেই মিলবে উপকার।