৩১-এর রাতে মাতুন বর্ষবরণের আনন্দে, রইল পাঁচ ঠিকানা

Published : Dec 29, 2019, 07:00 PM ISTUpdated : Dec 30, 2019, 02:42 PM IST

৩১ তারিখ পার্টির মেজাজে গোটা গা ভাসাবে গোটা শহর কলকাতা। রাতের কলকাতা সেদিন সেজে উঠবে নয়া লুকে। বছরের প্রথম দিনটি তাই সকলের সঙ্গে পার্টিতে মেতে উঠবেন অনেকেই। রইল তেমনই সেরা দশ পার্টির খোঁজ। 

PREV
15
৩১-এর রাতে মাতুন বর্ষবরণের আনন্দে, রইল পাঁচ ঠিকানা
ক্রজ পার্টিঃ ৩১ ডিসেম্বর মিলিনিয়ম পার্কে আয়োজন করা হল ক্রজ পার্টির। সন্ধে ৭ টা থেকে ১ টা পর্যন্ত চলবে এই পার্টি। মিলবে অফুরান খাবার ও পানীয়। মাথাপিছু খরচ ৩৩৩৩ টাকা।
25
পার্ক প্লাজাঃ হোটেল পার্ক প্লাজাতে থাকছে একাধিক ইভেন্ট। সঙ্গে থাকছে অফুরান খাবার ও পানীয়। ডিজে নাইট থেকে শুরু করে সেলিব্রেশন সবই মিলবে মাত্র ৩০০০ টাকায়।
35
অ্যাকোয়াটিকাঃ ডিজে নাইট সঙ্গে গালা পার্টি, এবার সেজে উঠছে নিউটাউনের অ্যাকোয়াটিকা। সঙ্গে থাকছে অফুরান ফুড ও ড্রিঙ্কস। মাথা পিছু খরচ পড়বে ২০০০ টাকার কাছাকাছি।
45
জে ডবলু মেরিয়টঃ রাত আটটা থেকে এদিন শুরু হবে বর্ষবরণের পার্টি। শেষ হবে পার্টি রাত দুটোয়। থাকছে লাইভ ব্যান্ড, অফুরান খাবার সঙ্গে থাকবে ড্রিঙ্কস। এখনও চলছে বুকিং।
55
গ্যালাক্সিঃ ২০২০-এর সাগত থিম শহর কি লরকি। এখানে পার্টি শুরু হওয়ার সময় হল রাত আটটা। থাকছে ডিজে নাইট, গালা ডিনার, সঙ্গে ড্রিঙ্কস। পার্টি চলবে রাত ২ টো পর্যন্ত।
click me!

Recommended Stories