পুজোর ঢাকে কাঠি পড়ল বলে। মা দূর্গার আসতে মাত্র কয়টি দিনের অপেক্ষা। চারিদিকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে মর্ত্যে এসে গিয়েছেন সিদ্ধিদাতা গণেশ। চলছে তারই আরাধনা। এর পরই আসবেন মা দূর্গা। সারা বছর ধরে এই পাঁচটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সকলে। তাই পুজো শুরু অনেক আগে থেকে চলে প্রস্তুতি। তৈরি হয়ে যায় পুজো প্ল্যান। তেমনই চলে ওজন কমানোর প্রচেষ্টা। পুজোর আগে বাড়তি মেদ কমিয়ে ফেলতে সকলে মরিয়া। ওজন কমাতে কেউ জিম করছেন তো কেউ ডায়েট করছেন। তেমনই কেউ সকালে ডিটক্স ওয়াটার খেয়েই খান্ত আছেন। ওজন কমাতে গেলে মেনে চলতে হবে বিশেষ নিয়ম। এবার পেটের মেদ কমাতে মেনে চলুন এই ১০টি টোটকা।