বর্ষাকালে বৃষ্টি ভেজা জামা কাপড় শুকোনো নিয়ে সমস্যা প্রচুর। আর অন্য কোনওভাবে কাপড় শুকানোর ফলে স্যাঁতস্যাতে গন্ধ থেকে যায়। অন্য সময় রোদে শুকোনো হলে সূর্যের তাপে এসব জীবাণু দূর হয়। কিন্তু বর্ষাকালে পর্যাপ্ত রোদ না পাওয়ার জন্য কাপড়ে ছত্রাক ও জীবাণুর জন্য দুর্গন্ধ থেকে যায়। এই বর্ষায় তাই কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ আর ছত্রাক দূর করার সহজ উপায় জেনে নিন-