সাজগোজ নিয়ে তেমন শখ না থাকলেও, শিল্পীর একটি শখ বরাবর সকলের নজড় কেড়েছে। গাড়ির প্রসঙ্গে তিনি খুবই শৌখিন ছিলেন। লতাজির একটি শেভ্রোলেট, বুইক এবং একটি ক্রিসলার গাড়ি ছিল। জানা যায়, বীর জারা ছবির গান প্রকাশের পর চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া তাঁক এই মার্সিডিজ গাড়ি উপহার দেন। তাঁর মূল্য ছিল প্রায় ৫০ মিলিয়ন টাকা।