সাদা ও রুপোলি রঙের কনট্রাস্ট করা সিল্কের শাড়ি (Silk Saree)। কানে হিরের ছোট দুল আর কপালে একটা লাল চিপ। কখনও মাথায় খোঁপা কখনওবা লম্বা বেনি। চিরকাল এমন সাদামাটা সাজে দেখা গিয়েছে লতা মঙ্গেশকরকে। চিরকালই সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। তবে, লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সংগ্রহে থাকা শাড়ি (Saree) বরাবরই প্রশংসা কুড়িয়েছে সকলের। আজ জেনে নিন কেমন ধরনের শাড়ি পরতে পছন্দ করতেন সুর সম্রাজ্ঞী।