দই ও নারকেল দুধ দিয়ে বানান কনডিশনার। একটি পাত্রে ১ টেবিল চামচ দই নিন। তাতে মেশান আধ কাপ নারকেল দুধ। মেশাতে পারেন ১ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এতে মেশাতে পারেন ৪ ফোঁটা ল্যাভেন্ডার তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।