ব্রাউন, গোল্ডেন আই শ্যাডো দিয়ে এই মেকআপ করা হয়। সঙ্গে প্রয়োজন লাইনার, মাস্কারা ও সরু ব্রাশ প্রয়োজন। চোখের দুই কোণায় ঘয়েরি আর মাঝে দিন সোনালী রঙের শ্যাডো। ভালো করে দুটো রঙ মেশান। চোখে সরু করে আই লাইনার লাগান আর দিন মাস্কারা। সুন্দর করে ফুটিয়ে তুলুন ব্রাউন ও গোল্ড সফট আই মেকআপ।