শুভেচ্ছা বার্তার মাধ্যমেই April Fool করুন সকলকে, রইল ১০টি বার্তার হদিশ

রাত পোহালেই বোকা বানানোর দিন। এবার বন্ধু, আত্মীয়, ভাই-বোন এমনকী ভালোবাসার মানুষকে বোকা বানান সকাল থেকে। রইল এপ্রিল ফুল ডে-তে শুভেচ্ছা জানানোর কয়টি মেসেজ। এবার একেবারে অন্যভাবে শুভেচ্ছা জানান তাকে। সকাল সকাল পাঠিয়ে দিন এই বার্তা। 

Sayanita Chakraborty | Published : Mar 31, 2022 12:04 PM IST / Updated: Mar 31 2022, 05:35 PM IST
110
শুভেচ্ছা বার্তার মাধ্যমেই April Fool করুন সকলকে, রইল ১০টি বার্তার হদিশ

আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার সব। এটা আমি তোমাকে বলি নাই, এটা আমি জলকে বলছি। হ্যাপি এপ্রিল ফুল ডে। কাল সকাল সকাল এই মেসেজ পাঠিয়ে দিন আপনার বন্ধুকে। আপনার এই মেসেজে বোকা হবে সে। 

210

দুষ্টু বিড়াল খবর দিল ডিম পেরেছে হাতি। ডিম থেকে বেরিয়ে এলো রাম ছাগলের নাতি। ছাগলটা দেখতে কার মতো? এই এসএমএস-টা যে পড়ছে তার মতো। হ্যাপি এপ্রিল ফুল। মজার এই মেসেজ মন কাড়বে সকলের। 

310

আজ এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল ফুল দিবসে শুভেচ্ছা জানাই। কাউকে ঠকিয়ে নিজেকে বেইমান প্রমাণ করবেন না প্লিজ। হ্যাপি এপ্রিল ফুল। এমন মেসেজ পাঠাতে পারে এপ্রিল ফুল দিবস পালনে। মজার সম্পর্ক যাদের সঙ্গে আছে, তাদের এই মেসেজ পাঠানো যায়। এই এপ্রিল ফুলের মেসেজ মন কাড়বে সকলের। 

410

সে আসল, আমার ওপর বসল, আমাকে জড়িয়ে ধরলো, পরে চুমু দিল। তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল। এটা একটা মশা ছিল। হ্যাপি এপ্রিল ফুল। মজার এই মেসেজে সকলে হেঁসে উঠবেন। এই মেসেজ পাঠিয়ে বলুন হ্যাপি এপ্রিল ফুল ডে। এবছরের সেরা মেসেজের মধ্যে এটি একটি।  

510

সুনীল আকাশ, নির্মল বাতাস। উত্তাল তরঙ্গ, মুক্ত বিহঙ্গ। বাজে বাঁশি, চাঁদের হাসি। ছাগল কত সুন্দর, এস এম এস পরছি যে সে এক বান্দর। হ্যাপি এপ্রিল ফুল।- সকাল বেলা পাঠিয়ে ফেলুন এই মেসেজ। মজার এই মেজেস মন কাড়বে সকলের। এই মেসেজ পাঠিয়ে বলুন হ্যাপি এপ্রিল ফুল ডে। 

610

সব মানুষেরই পঞ্চেন্দ্রিয় মানে ফাইভ সেন্সেস আছে, কারো কারো নাকি 6th সেন্সও আছে। কিন্তু, তুমি প্রথম যার মধ্যে সপ্তম সেন্সটা দেখা গিয়েছে। সেটি হল নন সেন্স। হ্যাপি এপ্রিল ফুল। আপনার বেস্ট ফ্রেন্ডকে এপ্রিল ফুল উইশ করতে চান। তাহলে পাঠিয়ে দিন এই মেসেজ। 

710

যখন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না, দুনিয়াটা ঝাপসা হয়ে আসবে। তখন তুমি আমার কাছে এসো। তোমাকে চোখের ডাক্তার দেখাব। হ্যাপি এপ্রিল ফুল। - সকাল বেলা পাঠিয়ে ফেলুন এই মেসেজ। মজার এই মেজেস মন কাড়বে সকলের। 

810

বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ কেউ আার দিনেও করে। কেউ টানা ত্রিশ মিনিট করে, কেউ কেউ আবার এক ঘন্টা করে। এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে। হ্যাপি এপ্রিল ফুল।– কাল সকাল সকাল এই মেসেজ পাঠিয়ে দিন আপনার বন্ধুকে। আপনার এই মেসেজে বোকা হবে সে। 

910

দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও, নিজেকে পাখি মনে হবে। জোছনা রাতে চাঁদের পানে চাও, নিজেকে পরি মনে হবে। মাটির সবুজ ঘাসের পানে চাও। নিজেকে ছাগল মনে হবে। হ্যাপি এপ্রিল ফুল। - এপ্রিল ফুল পালনে এই মেসেজ পাঠিয়ে বোকা বানাতে পারেন আপনার বন্ধুকে। 

1010

আজ বেলা ১১টার আগে রাস্তায় বের হওয়া যাবে না। আমাদের পাড়ায় পাগল ধরার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি বাড়ি ফেরার পথে দেখলাম। আমি ওদের তোমার কথা কিছু বলিনি। কিন্তু, ওরা তোমাকে দেখলে বুঝে যাবে। তাই তোমাকে সাবধান করছি। হ্যাপি এপ্রিল ফুল। - এমন মেসেজ পাঠিয়ে বোকা বানাতে পারেন আপনার বন্ধকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos