প্রথম দেখাতেই প্রেম পড়া বা লাভ অ্যাট ফাস্ট সাইট কথাটা সিনেমাতেই শুনতে ভালো লাগে। বাস্তবে এমনটা না হওয়াই ভালো কারণ এক দেখায় কখনই কাওকে চেনা যায় না। কয়েকটি ফটোগ্রাফ, এসএমএস বা ফোনে প্রেম হলে অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে। তাই একজন মানুষকে ভালো ভাবে জেনে তবেই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো উচিত, না হলে এ থেকেই প্রতারণার সম্ভবনা থেকেই যায়।