বদহজমের সমস্যা দূর করতে, লিভার সুস্থ রাখতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে আমলকির জুড়ি মেলা ভার। ভিটামিন সি-তে (Vitamin C) ভরপুর আমলকি খেলে যেমন শারীরিক ঘাটতি পূরণ হয় তেমনই ত্বক ও চুল উজ্জ্বল হয়। এতে থাকে জরুরি মিনারেল, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ান। যা সুস্থ জন্য খুবই প্রয়োজন। এবার আমলকি খাওয়ার সঙ্গে মাখুন। চুল ও ত্বকের যত্ন নিতে আমলকি দিয়ে তৈরি করুন প্যাক। রইল আমলকির তৈরি ১০টি প্যাকের হদিশ।