দুঃখের সময় হোক কিংবা আনন্দের সময় অথবা মন খারাপের দুপুরে কিংবা পরীক্ষার আগের দিন রাতে- একজন প্রকৃত বন্ধুকে সব সময় পাশে পাওয়া যায়। বন্ধুত্বের সম্পর্কটা হয়তো এমনটাই। কখনও কোনও বিপদের সময় হোক কিংবা আনন্দের সময় কিংবা কোনও সিদ্ধান্ত নিতে- সকলেই একজন বন্ধুকে খোঁজেন। এই বন্ধুত্বের জন্য আলাদা একদিন হয় না। বন্ধুদের দিন বছরের সব দিনগুলো। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। তা হল ফেন্ডশিপ ডে। এই দিন সকাল সকাল শুভেচ্ছা জানান আপনার বন্ধুকে। তাকে বন্ধু হিসেবে পেয়ে আপিন কতটা ধন্য তা জানাতে ভুলবেন না। দেখে নিন কী লিখবেন মেসেজে। রইল বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা বার্তার হদিশ।