রাগ, দুঃখ, ভালোবাসা নিয়েই হয় বন্ধুত্ব। বন্ধুত্ব মানে কোনও একটি সম্পর্ক নয়। বরং, তা এক বিশাল ক্ষেত্রে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।- এই বন্ধুত্বের জন্য আলাদা একদিন হয় না। বন্ধুদের দিন বছরের সব দিনগুলো। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। এই দিনে পাঠাতে পারেন এমন বার্তা।