পালিত হচ্ছে বিশ্ব চুম্বন দিবস। ২০০০ সাল থেকে বিটেনে শুরু হয়েছিল কিসিং ডে সেলিব্রেশন। তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসা মানুষকে মনের অনুভূতি জানাতেই দিনটি পালিত হয়। তবে, বিশ্ব কিসিং ডে শুধু প্রেমিক-প্রেমিকার দিন নয়। এই দিন সবার জন্য। বাবা-মায়ের স্নেহভরা চুম্বন, ভালোবোনের দুষ্টুমি ভরা চুম্বন- আজ সবার দিন। তাই আজ সকাল সকাল সকলকে পাঠিয়ে দিন বিশ্ব চুম্বন দিবসের শুভেচ্ছা বার্তা। মেসেজে প্রকাশ পাক আপনার মনের অনুভূতি। জেনে নিন কেমন বার্তা পাঠাবেন আজকের দিনে। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।