করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । এহেন পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজারেই ভরসা রেখেছেন প্রত্যেকে। মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । আতঙ্ক নয়, সতর্ক থাকুন। দেশজুড়েই এই বার্তা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সামান্য সর্দি-কাশি হলেই ভাবছেন করোনার থাবা বসিয়েছে আপনার জীবনে। এই দুশ্চিন্তা থেকেই মুক্তির উপায় মিলবে আপনার স্মার্টফোনে। বাড়িতে বসেই নিজের স্মার্টফোনে পেয়ে যাবেন করোনা সংক্রান্ত যাবতীয় খবর। জেনে নিন কীভাবে।