তবে, সুন্দরবনের মধু সবসময় পালতা হয়। কোথাকার মধু তার ওপরেই নির্ভর করে মধু পাতলা হবে না গাঢ়। সুন্দরবনে বেশি আদ্রতার কারণে মধু পাতলা হয় এবং পর্বত্য অঞ্চলের মধু ঠান্ডার জন্য সবসময় গাঢ় হয়। মধু গাঢ় হবে না পাতলা সেখানে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় মধু সবসময় ঘন হয়। তবে আর্দ্র আবহাওয়ার ক্ষেত্রে এটি পাতলা। আর সেই কারণেই সুন্দরবনের মধু সবসময় পাতলা হয়ে থাকে।