পাল্টাচ্ছে আবহাওয়া, শীতের আসার আগেই ত্বকে ধরছে টান, ফাটছে ঠোঁট, এবার মাথায় রাখুন এই টিপস

সামনেই শীত, ইতিমধ্যেই বাতাসে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। এরই মধ্যে শুস্কত্বকের সমস্যা দেখা দিয়েছে অনেকের। ফাটছে ঠোঁট, এমন সময় ঠোঁটের যত্ন নিতে মাথায় রাখুন এই কয়েকটি টিপস...

Jayita Chandra | Published : Oct 21, 2021 10:29 AM IST
18
পাল্টাচ্ছে আবহাওয়া, শীতের আসার আগেই ত্বকে ধরছে টান, ফাটছে ঠোঁট, এবার মাথায় রাখুন এই টিপস

ঠোঁটের রঙ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া শুকিয়ে দিন দিন তা কালো হয়ে যাচ্ছে, তবে কয়েকটি ঘরোয়া টিপস মাথায় রাখুন

28

শীতকালে ঠোঁট ফাটে, অনেকের আবার রক্তও বেরিয়ে আসে, এমন সময় ঠোঁটের ত্বকের আদ্রতা কমে যায়। তাই চামড়ায় টান ধরে। 

38

ত্বকের মত ঠোঁটচর্চাতেও মোক্ষম দাওয়াই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা রস। তা লাগিয়ে রাখুন ঠোঁটে, শুষ্কতা কমবে।

48

নরম ঠোঁট পেতে মধুর সঙ্গে গ্লিসারিন লাগান, এতে ঠোঁট ভালো থাকবে ও সহজেই ঠোঁটের ফাটা কমে যাবে। কোমল ও নরমও থাকবে। 

58

বাড়িতে থাকা ঘি অল্প পরিমাণে ঠোঁটে লাগিয়ে রাখলে উপকার পাবেন, স্নানের পর হোক বা বিকেলে, যখনই সময় পাবেন অল্প একটু ঘি লাগিয়ে নিলেই কেল্লা ফতে।

68

চিনি দিয়ে তৈরি স্ক্রাব করে নিলে মৃত কোষ দূর হয়। তাই সপ্তাহে দুবার অন্তত চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিতে হবে।

78

গোলাপের পাপড়ি দুধের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার ঠোঁটে লাগান, ঠোঁটের রঙ ফিরবে, পাশাপাশি ঠোঁট ফেটে যে কালচে দাগ হয়েছে তা উঠে যাবে।

88

রাতে শোওয়ার আগে অল্প পরিমাণে নারকেল তেল লাগিয়ে রাখলে, ঠোঁটের ময়শ্চরাইজার বজায় থাকে ও ঠোঁট ফেটে যায় না।

Share this Photo Gallery
click me!

Latest Videos