মাত্র তিন দিনে তুলে ফেলুন মুখের কালচে দাগ-ট্যান, বাড়িতে থাকা মুসুর ডালের ম্যাজিক জানুন

ত্বকে কালচে দাগ কিছুতেই উঠছে না। ত্বকে তেল কেটে পড়েছে কালো ছোপ বা ট্যানের সমস্যায় ভুগছেন, তবে আপনার বাড়িতে থাকা এই একটি জিনিসই ম্যাজিকের মত কাজ করতে পারে আপনার হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে। 

Jayita Chandra | Published : Mar 4, 2021 9:04 AM IST
110
মাত্র তিন দিনে তুলে ফেলুন মুখের কালচে দাগ-ট্যান, বাড়িতে থাকা মুসুর ডালের ম্যাজিক জানুন

অনেকেই আছেন যাদের ত্বকে দীর্ঘদিন ধরে কালো ছোপ কিছুতেই উঠছে না। বা রোদে ট্যান পড়ে গিয়েছে। 

210

দামী ক্রিম মেখে ও পালর্লারে গিয়ে সাময়িক স্বস্তি মিললেও আবারও ফিরছে ত্বকের কালচে ভাব। 

310

এবার তাদের জন্যই রই এক ম্যাজিক। যা ঘরে বসেই আপনাকে ফিরিয়ে দিতে পারে সুন্দর ত্বক। 

410

বাড়িতে মুসুর ডাল তো সকলেরই থাকে। এবার সেই ডাল দিয়েই ত্বকের কালচে ভাব কাটিয়ে তুলুন। 

510

এর জন্য বানিয়ে ফেলতে হবে একটি প্যাক। সবার আগে যা করবেন তা হল কিছুটা শুকনো ডাল বেঁটে ফেলুন। 

610

এবার তাতে লেবুর রস দিন এক চামত, বাকি এক চামচ জল দিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন। তা ঘষে নিন মুখে। 

710

স্ক্রাবিং করা হয়ে গেলে এবার বানিয়ে ফেলুন একটি প্যাক। লাগবে অল্প হলুদ, সঙ্গে দুচামচ টকদই। সঙ্গে মধু। 

810

এবার রাতে ভিজিয়ে রাখা মুসুর ডাল বেটে ফেলুন। সঙ্গে নিয়ে নিন দই ও মধু। আর সামান্য কাচা হলুন। 

910

এক সঙ্গে মিশিয়ে এটি দিয়ে একচি প্যাক বানিয়ে ফেলুন। মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। 

1010

এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পর পর তিন দিন এই প্যাক লাগিয়ে নেবেন। দেখবেন তিন দিন থেকেই তফাৎ নিজেই বুঝতে পারছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos