চিনি খাবেন না একেবারেই। চিনি আমাদের শরীরে ইনসুলিনে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এর কারণে যেমন মেদ বাড়ে, তেমনই হতে পারে ডায়াবেটিস। গবেষণায় দেখা গিয়েছে, চিনি, স্টার্চ ও পরিশোধিত কর্বোহাইড্রেট খাবার হল ডায়াবেটিসের প্রধান কারণ। সঙ্গে এর ফলে বাড়ে চুল পড়ার সমস্যা। যার কারণে টাক পর্যন্ত পড়তে পারে। তাই বন্ধ করুন চিনি খাওয়া।