খেতে পারে ক্যামোমাইল চা। ক্যালসিয়াম, পটাসিয়াম, ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ এই চা। শোওয়ার আগে ১ কাপ ক্যামোমাইল চা খেলে মিলবে উপকার। একটি প্যানে জল নিন। তা ফুটতে শুরু করলে ক্যামোমাইল চা পাতা দিন। এবার ফুটে গেলে তা ছেঁকে নিন। গরম গরম এই চা পানে মিলবে উপকার। রোগ খেতে পারেন ক্যামোমাইল চা।