কেনা রঙে দোল নয়, সমস্যা এড়াতে বাড়িতেই তৈরি করে ফেলুন ভেষজ রং

Published : Mar 03, 2020, 06:29 PM IST

কেনা রঙের হাজার এক সমস্যা। বিশেষ করে বাড়ির কোনও ছোট সদস্যদের জন্য, কখনও আবার অসুস্থ ব্যক্তিদের জন্য এই ধরনের রঙ নিয়ে খেলাটা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। তাই এবার বাড়িতেই তৈরি করে ফেলুন ভেষজ রং। 

PREV
19
কেনা রঙে দোল নয়, সমস্যা এড়াতে বাড়িতেই তৈরি করে ফেলুন ভেষজ রং
কেনা রঙে হাজার এক সমস্যা। কখনও ত্বক, কখনও আবার রঙ তোলার সমস্যা।
29
এই সমস্যা এড়াতে এবার বাড়িতেই তৈরি করে নিন আবির। রইল ঘরোয়া কিছু টিপস।
39
ত্বকের সমস্যা থেকে শুরু যাঁদের বাড়িতে শিশুরা রয়েছে, এদিন কোনও রকমের ঝুঁকি এড়াতে এই রঙ বানিয়ে ফেলুন।
49
হলুদ রঙ বানাতে গাঁদা ফুলের রসের সঙ্গে অ্যারারুট মিশিয়ে নিন। সঙ্গে দিন গুঁরো হলুদ।
59
সাদা রঙ বানাতে ব্যবহার করতে পারেন চকের গুঁরো।
69
পলাশ ফুল জলে ভিজিয়ে রাখুন সারা রাত। সেখান থেকেই মিলবে কমলা রঙ।
79
জলের মধ্যে ভিডিয়ে রাখুন বিট। তা থেকে মিলবে লাল রঙ।
89
পালং শাক থেঁতো করে চালের গুঁরো মিশিয়ে নিলে মিলবে সবুজ রঙ।
99
এছাড়াও ক্রেঅন দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে রঙ।
click me!

Recommended Stories