বর্ষায় নেই রোদ, অধিকাংশ সময় ঘরের দরজা-জানলা বন্ধ, এই সময় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন কীভাবে

ঘর সকলের কাছেই একটা শান্তির জায়গা। কিন্তু সেই ঘরেই যদি দুর্গন্ধ হয়! এখন পরিবারের অনেকেই বাড়িতেই একসঙ্গে সময় কাটাচ্ছেন। এরমধ্যে হাজির বৃষ্টি। নেই রোদ, অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হচ্ছে জানলা দরজা। এমন সময় ঘরের ভেতর ভ্যাপসা গন্ধ নিয়ে অস্বস্তি! কীভাবে দূর করা যায় ভাবছেন, রইল এবার কিছু ঘরোয়া টিপস। 

Jayita Chandra | Published : Jun 16, 2021 12:42 PM
16
বর্ষায় নেই রোদ, অধিকাংশ সময় ঘরের দরজা-জানলা বন্ধ, এই সময় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন কীভাবে

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে হলে ভিনিগার খুবই উপকারী। ঘরের মাঝখানে একটা পাত্রে ভিনেগার রাখুন সমস্ত বাজে গন্ধ চলে যাবে।

26

বৃষ্টি না হলে ঘরের দরজা জানালা খুলে রাখুন, ঘরে আলো বাতাস প্রবেশ করতে থাকলে দেখবেন ঘরের গুমোট ভাবটা কেটে গেছে।

36

 কাপড়ে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণই হলো আদ্রতা বা বলা ভালো আর্দ্রতার কারণেই কাপড়ে দুর্গন্ধ হয়। তাই আলমারির ভেতরে কিছু চক ঝুলিয়ে দিন। চকগুলো আলমারির ভেতরের আর্দ্রতা শোষণ করে নেবে। 

46

 ঘরে সিগারেটের গন্ধ দূর করতে হলে, একটা তোয়ালে ভিনিগারে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে নিন। তারপর হাত ঘোরাতে ঘোরাতে মশা তাড়ানোর মতো করে সারা ঘর ঘিরে আসুন। সব গন্ধ চলে যাবে ।

56

ফ্রিজের মধ্যে ও একটা বাজে গন্ধ তৈরি হয়। এর থেকে মুক্তি পেতে অর্ধেক লেবু কেটে রাখুন, সবজির গন্ধ চলে যাবে। এছাড়াও পুদিনা পাতাও রাখতে পারেন, একই রকমের কাজ করবে।

66

বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করতে  একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে নিভিয়ে দিন। কমোডের গন্ধ দূর করতে কিছুটা ভিনিগার ঢেলে দিন। পাঁচ মিনিট রাখুন, কিছুক্ষন পর ফ্ল্যাশ দিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos