মৌরি- খাওয়ার পরে অনেকেই মুখশুদ্ধি হিসেবে মৌরির ব্যবহার করেন। তবে মুখে মৌরি রেখে চিবিয়ে খাওয়ার ফলে মুখের গন্ধও দূর হয়। এটি দিনে কয়েকবার ব্যবহার করুন। বিশেষ করে খাবার খাওয়ার পরে। এটি কেবল গন্ধ থেকে মুক্তি পাবে না, হজমশক্তিও উন্নত করতে সাহায্য করে।