২ টেবিলচামচ বেকিং সোডা, দেড় কাপ জল, ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ৫ ড্রপ এসেন্সিয়াল অয়েল নিন। প্রথমে ২ টেবিল চামচ বেকিং সোডা হাফ কাপ জলে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। এবার ভেজা চুলে এই সোডার মিশ্রণ লাগান। ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এবার একটি পাত্রে ভিনিগার, জল ও এসেন্সিয়াল অয়েল নিন। এবার সেই জলে চুল ধুয়ে নিন।