চুল নিয়ে চলে নানা রকম এক্সপেরিমেন্ট (Experiment)। কখনও হাইলাইটস, কখনও হেয়ার কালার (Hair Color), স্ট্রেটনিং এমনকী কাটিং নিয়ে এক্সপেরিমেন্ট তো আছেই। আজকাল হেয়ার কালার নিয়ে এক্সপেরিমেন্ট করছেন বেশির ভাগ মানুষ। লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডে হেয়ার কালার (Hair Color) এখন সবার আগে। এই করতে গিয়ে কেউ লাল, নীল, বেগুনি নানা রকম রঙের ছোঁয়া দিচ্ছেন চুলে। এই রঙের ছোঁয়ায় বদলে যাচ্ছে পুরো লুক। এদিকে হেয়ার কালার করে স্টাইলিশ (Stylish) হতে নিয়ে সমস্যায়ও পড়ছেন অনেকে। ভুল রঙ নির্বাচন করলে পুরো সাজটাই মাটি হয়ে যায়। আপনিও ভুল বসত এমন কাজ করে ফেললে হাতিয়ার করুন বেকিং সোডা। চুলের রঙ তোলা সম্ভব বেকিং সোডার সাহায্যে।