নিমপাতা ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে কয়েকটা নিমপাতা নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে ২ দিন ব্যবহারে উপকার পাবেন। নিমপাতার গুণে যেমন খুশকি দূর হবে। তেমনই মধু চুলে পুষ্টি জোগাবে।