এই কয় উপায় ব্যবহার করুন নিমপাতা, রইল চুলের সমস্যা সমাধানে নিমপাতার ভূমিকা

চুলে চিরুনি দিলেই মন খারাপ হয়ে যায় সকলের। মুহূর্তে উঠে আসে এর মুঠো চুল। আর চুলে জট থাকলে তো কথাই নেই। সেই জট ছাড়াতে যেমন সময় ব্যয় হয় তেমনই চুল ওঠে। বর্ষার বৃষ্টি শুরু হল কি না, চুলের সমস্যা নাজেহাল অবস্থা সকলের। বর্ষা পড়লেই চুল পড়া বেড়ে যায় সকলের। এর সঙ্গে আছে খুশকির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অনেকে। হেয়ার ফল কন্ট্রোল ও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহারেও তেমন কাজ হয় তা নয়। এবার বর্ষাকালে ব্যবহার করুন ঘরোয়া প্যাক। রইল নিমপাতা দিয়ে তৈরি প্যাকের হদিশ। বর্ষায় চুল পড়া বন্ধ করতে ও খুশকির সমস্যা সমাধানে নিমপাতা ব্যবহার করুন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন নিমের প্যাক। 

Sayanita Chakraborty | Published : Jul 1, 2022 10:38 AM IST
110
এই কয় উপায় ব্যবহার করুন নিমপাতা, রইল চুলের সমস্যা সমাধানে নিমপাতার ভূমিকা

নিমপাতা ও দই দিয়ে প্যাক বানান। কয়েকটা পাতা ধুয়ে নিয়ে তা ভালো করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার এই প্যাক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে খুশকি তো দূর হবেই সঙ্গে চুল নরম হবে। 

210

নিমপাতার গুণে খুশকি দূর হবে। একটি পাত্রে জল নিয়ে তা ফুটতে শুরু করলে তাতে নিমপাতা দিন। এবার অন্তত ২ ফোটান। ২ মিনিট পর তা ছেঁকে নিন। এবার ঠান্ডা হলে তুলোয় করে সেই জল স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে উপকার পাবেন। 

310

নিমপাতা ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে কয়েকটা নিমপাতা নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে ২ দিন ব্যবহারে উপকার পাবেন। নিমপাতার গুণে যেমন খুশকি দূর হবে। তেমনই মধু চুলে পুষ্টি জোগাবে। 

410

নারকেল তেলের সঙ্গে মেশাতে পারেন নিমপাতা। একটি পাত্রে কয়েকটা নিমপাতা নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান নারকেল তেল। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। মাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এই প্যাকে চাইলে পাতিলেবু মেশাতে পারেন। নিমপাতার গুণে যেমন খুশকি দূর হবে। তেমনই নারকেল তেল চুলে পুষ্টি জোগাবে।

510

মেথি ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। মেথি রাতে ভিজিয়ে নিন। মেথি বেটে নিন। অন্যদিকে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। ভালো করে দুটো উপকরণ মেশান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহারে উপকার পাবেন।   

610

পাতিলেবু ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে শ্যাম্পুর করে নিন। এই প্যাক ব্যবহারে খুশকির সমস্যা দূর হবে। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। এতে উপকার পাবেন।  

710

অলিভ অয়েল ও নিমপাতা দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। প্রথমে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। এতে কমবে খুশকির সমস্যা দূর হবে।   

810

অ্যালোভেরা জেল ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান নিমপাতা বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন চুল পড়া কমবে তেমনই ডগা চেরার সমস্যা দূর হবে। সঙ্গে দূর হবে খুশকি।

910

ক্যাস্টর অয়েল ও নিমপাতা দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। প্রথমে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান ক্যাস্টর অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। নতুন চুল গজাবে এই প্যাকের গুণে।    

1010

সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অনেকে। হেয়ার ফল কন্ট্রোল ও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহারেও তেমন কাজ হয় তা নয়। এবার বর্ষাকালে ব্যবহার করুন ঘরোয়া প্যাক। নিমের প্যাকে গুণে যেমন খুশকি দূর হবে তেমনই দূর হবে চুলের যাবতীয় সমস্যা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos