ট্যান দূর করতে ব্যবহার করতে পারেন আটা। আটার সঙ্গে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। একটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তাতে মেশান পরিমাণ মতো দুধ। তা দিয়ে প্যাক বানিয়ে নিন। এবার মিশ্রণটি শরীরের উন্মুক্ত অংশে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।