৫০০ শূণ্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল WBSSC, নতুন নিয়ম মেনে হবে নিয়োগ প্রক্রিয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় ৫০০ টির মত শূন্য পদে রয়েছে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে। সোমবার নয়া শিক্ষক নিয়োগের বিধিও জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য রাজ্য সরকার সব রকম পরিকল্পনা নিয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

deblina dey | Published : Dec 22, 2020 10:56 AM IST

18
৫০০ শূণ্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল WBSSC, নতুন নিয়ম মেনে হবে নিয়োগ প্রক্রিয়া

২১ ডিসেম্বর, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।

28

শিক্ষক নিয়োগের এক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না। বাদ থাকতে পারে ভেরিফিকেশন প্রক্রিয়াও। 
 

38

সরকারি সাহায্যপ্রাপ্ত সাঁওতালি মাধ্যমের জুনিয়র হাই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে শিক্ষক। 

48

শিক্ষক নিয়োগ হবে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট এবং প্রিলিমিনারি টেস্ট এই দুটির ওপরই নির্ভর করে।

58

সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া মার্চের মধ্যেই শেষ করার জন্য জোড় নিচ্ছে SSC

68

শিক্ষক পদে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) অফিশিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ পাওয়া যাবে।

78

মোট ৩০০ নম্বরের নিরিখে পরীক্ষা হবে শিক্ষক নিয়োগের।

88

নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের আলাদা ভাবে প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক বিভাগের জন্য আবেদন করতে হবে না, একবার করলেই হবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos