চুলের ডগা ফেটে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, এই ৮টা ভুল করছেন না তো আপনি
দিনে দিনে চুল রুক্ষ হয়ে যাচ্ছে! চুলের ডগা ফেটে যাচ্ছে! কীভাবে চুলের মসৃণভাব ফেরাবেন তা নিয়ে মাথা ব্যাথা! মনে রাখবেন আমাদের ছোট ছোট ভুলই চুল ত্বক নষ্ট করার জন্য দায়ী। অজান্তে করা এই আটটা ভুলই নষ্ট করতে রপারে আপনার চুলের সৌন্দর্য...
চুলের ডগা ফেটে যাওয়ার বা রুক্ষ হয়ে যাওয়ার অন্যকম কারণ হচ্ছে ক্ষার যুক্ত শ্যাম্পু বারে বারে ব্যবহার করা। বেশি শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যায়।
বেশি মাত্রায় হেয়ার ড্রায়ার ব্যবহার করা। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল নষ্ট হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া, বা খুব তাড়া ছাড়া ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
কালার বেশি করলে চুল রুক্ষ হয়ে যায়। তাই বেশি কালার করা চুলের পক্ষে ক্ষতি কারক। বদলে হেনা ব্যবহার করা যেতে পারে।
চুল খুলে শুলে বা বেশি ধুলো বালিতে চুল খোলা রাখলে চুল নষ্ট হয়ে যায়। তাই রাতে সবসময় চুল বেঁধে শোওয়া উচিৎ।
খুব বেশি চুল আঁচড়ালেও চুল নষ্ট হয়ে যায়। পাশাপাশি হেয়ার কেমিক্যাল ব্যবহার করলেও চুলে সমস্যা দেখা দেয়।
স্টাইল করতে গিয়ে বা চুল সেট করতে বেজায় চুল নষ্ট হয়ে যায়। তাই চুলের যত্ন নেওয়ার জন্য ন্যাচারাল লুকই ধরে রাখা ভালো।
চুলে বেশি গরম না লাগাই ভালো। গরমে চুল নষ্ট হয়ে যায়। মাথায় সব সময় ঠাণ্ডা জল দেওয়া উচিৎ। তাই এই বিষয় বিশেষ নজর দিন।