ক্ষমতায় আসার আগে ইমরান খান স্বপ্ন দেখিয়েছিলেন 'নয়া পাকিস্তান' গড়ার। কিন্তু, আদতে তা পাক সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের স্বাধীনতা বিনিময়ে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং-এর স্বপ্নপূরণ করা ছাড়া কিছুই নয় বলে অভিযোগ উঠছে। সম্প্রতি এক পাক সংবাদমাধ্যমেই দাবি করা হয়েছে, চিন সিপিইসি, অর্থাৎ চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর-এর মাধ্যমে পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করেছে।