বাচ্চার সুন্দর ভবিষ্যত গড়তে সব মা-বাবাই চান। বাচ্চার স্বার্থে নিজের শখ-স্বাচ্ছন্দ্যকে অনেক অভিভাবকই বিসর্জন দিয়ে থাকেন। ছোট থেকে বাচ্চাকে সঠিক পথে চালনা করতে নানান পদ্ধতি মেনে চলেন। এক্ষেত্রে বাচ্চার মানসিক বিকাশ ঘটানো সবার আগে দরকার। বাচ্চার বুদ্ধি বিকাশ ঘটলে সে সর্বক্ষেত্রে সফল হবে। এক্ষেত্রে শুধু তাকে পুষ্টিকর খাবার খাওয়ালেই হল না, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত করুন। বাচ্চাকে কার্ড গেমস খেলাতে পারেন। বাজারে বাচ্চাদের জন্য আলাদা ধরনের তাস পাওয়া যায়। যা নিয়মিত খেললে মিলবে একাধিক উপকার। জেনে নিন কীভাবে কার্ড গেমস বাচ্চার মানসিক বিকাশ ঘটায়। রইল একাধিক উপকারের হদিশ। দেখে নিন এক ঝলকে।