সাবধান, দূরে রাখুন মোবাইল, সামান্য ভুলেই চিরতরে হারাতে পারেন যৌন ক্ষমতা

 দৈনন্দিন কাজের কারণেই নানান বড় বিপদ আমরা নিজেরাই ডেকে আনি। বুক পকেট হোক কিংবা প্যান্টের পকেট মোবাইল ফোন আমরা সর্বদাই সেখানেই রাখি। আর এই অভ্যাসের ফলে বড়সড় সমস্যায় পড়তে চলেছেন পুরুষরা। কিন্তু এটা জানেন কি মোবাইল ফোনের সামান্য এই ভুলের কারণেই চিরতরে হারাতে পারেন আপনার যৌনক্ষমতা।

Riya Das | Published : Apr 24, 2021 2:03 PM
17
সাবধান, দূরে রাখুন মোবাইল, সামান্য ভুলেই চিরতরে হারাতে পারেন যৌন ক্ষমতা


মোবাইল ফোনের সামান্য এই ভুল ডেকে আনে পুরুষদের জন্য মহা বিপদ। প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে প্রজননের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে।

27

গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে সেখান থেকে বেরানো রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর উপর নেচিবাচক প্রভাব ফেলে। 

37

যার প্রভাব  সরাসরি পড়ে যৌনজীবনে। এমনকী সন্তান উৎপাদনেও পুরুষদের ভূমিকায় ভাটা পড়ে। এর থেকে শুক্রাণুর অভাব দেখা দিতে পারে।

47


তবে শুধু প্যান্টের পকেটেই ফোন রাখলে নয়, ফোনের রেডিয়েশনের প্রভাব সর্বত্রই পড়ছে শরীরে।

57


চিকিৎসকদের মতে, জামার পকেটে ফোন থাকলেও সেখান থেকে সমস্যা হয়। রেডিয়েশন থেকে শরীরের মারাত্মক ক্ষতি হয় বলে দাবি চিকিৎসকদের।

67

তবে শুধু প্যান্টের পকেটেই ফোন রাখলে নয়, ফোনের রেডিয়েশনের প্রভাব সর্বত্রই পড়ছে শরীরে।

77


শুধু তাই নয়,  বুক পকেটে মোবাইল ফোন রাখতেও বারণ করছেন বিশেষজ্ঞরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos