পদক জয়ের পর চানু বলেছেন, 'আমি খুব খুশি। রেকর্ড গড়তে পেরেছি। অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। দেশকে প্রথম সোনা দিতে পারার চেয়ে বেশি খুশি আর কিছুতে হয় না।' চানু যোগ করেছেন, 'আমি ভেবে এসেছিলাম নিজের সঙ্গে লড়াই করব। সেটাই করেছি। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিলাম। না পারলেও আত্মবিশ্বাস বেড়েছে।'