সবিতা পুনিয়া-
অল্প সময়েই ভারতীয় মহিলা হকি দলে তারকা হয়ে উঠেছেন সবিতা পুনিয়া। গোলের নীচে তাকে ভেদ করতে হলে প্রতিপক্ষের অ্যাটাকিং লাইনকে কালঘাম ফেলতে হয়। সম্প্রতি হকি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন সবিতা পুনিয়া। কমনওয়েলথ গেমসেও তাঁর নেতৃত্বেই খেলবে ভারত। অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল। কমনওয়েলথে পদক এনে দেওয়াই লক্ষ্য তার।