এবার কলকাতায় গরুর গাড়িতে প্রচারে নামলেন কসবার তৃণমূল প্রার্থী, দেখুন ছবিতে-ছবিতে


 গরুর গাড়িতে প্রচারে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান (Javed Khan)। ভোটের আগে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মমতার পথেই দেখানো পথেই প্রতিবাদ এবং সঙ্গে ভোটের অভিনব প্রচারটাও সেরে ফেললেন কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। অন্যান্য প্রার্থীদের মতো পায়ে হেঁটে বাঁ হুড খোলা গাড়িতে প্রচার না করে, গরুর গাড়ি সাজিয়ে প্রচারে নামলেন তিনি।  

Asianet News Bangla | Published : Mar 13, 2021 10:52 AM IST
18
এবার কলকাতায় গরুর গাড়িতে প্রচারে নামলেন কসবার তৃণমূল প্রার্থী, দেখুন ছবিতে-ছবিতে

গরুর গাড়িতে প্রচারে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। 
 

28

অন্যান্য প্রার্থীদের মতো পায়ে হেঁটে বাঁ হুড খোলা গাড়িতে প্রচার না করে, গরুর গাড়ি সাজিয়ে প্রচারে নামলেন তিনি।
 

38


 এই প্রসঙ্গে তিনি বলেন, 'ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে, কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদী সরকার।' 
 

48

'মোদীর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে। বাংলাই তার দিশা দেখাবে', বলেন জাভেদ।
 

58

'পেট্রোল-ডিজেলের দাম প্রচুর বেড়ে গেছে।  সেই কারণেই গরুর গাড়িতে চড়েছি' বলে জানিয়েছেন কসবার ওই তৃণমূল প্রার্থী

68

'সাধারণ মানুষকে আবার গরুর গাড়িতেই চাপতে হবে। তাই জনগণকে সচেতন ও সাবধান করতে চাইছি', ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে  জ্বালানীর দামকে প্রচারের হাতিয়ার বানালেন এদিন জাভেদ।
 

78


বলাই বাহুল্য ভোটের আগে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মমতার পথেই দেখানো পথেই প্রতিবাদ এবং সঙ্গে ভোটের অভিনব প্রচারটাও সেরে ফেললেন কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান।

88

উল্লেখ্য, জ্বালানীর মূল্যবৃদ্ধিতে শিলিগুড়ি-কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পোস্টার বানিয়ে মিছিল করেন মমতা। এমনকি প্রতিবাদ জানাতে উনুনেও রান্না করা হয়। রাজ্যজুড়েই জ্বালানীর মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ কর্মসূচি পালন করতে বলেছেন মমতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos