বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র। দুএকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবা বন্ধ। খোলেনি দোকানপাট বা হাট বাজার। জেলা সদর রায়গঞ্জ শহরে সরকারি খোলা থাকলেও তাতে হাজিরা ছিল নগন্য।বামফন্টের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।