এবার লক্ষ্য তাঁর বাংলা জয়, জেনে নিন অমিত শাহের সম্পত্তির পরিমাণ

বাংলায় বেজে গিয়েছে নির্বাচনের দামামা। শাস-বিরোধী সব পক্ষই প্রতিদিন শান দিচ্ছেন তাদের অস্ত্রে। লোকসভা নির্বাচনে ১৮টি আসন দখল করার পর বাংলার মসনদ দখলকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব। অন্যান্য রাজ্যের মতই বাংলার ভোটেও মোদী-শাহ জুটির ম্যাজিকের উপর ভরসা করেই নির্বাচনে জয় পেতে চাইছে পদ্ম শিবির। বাংলাকে পাখির চোখ করে বারবার প্রচারে আসছেন অমিত শাহ। বাংলার নির্বাচনের প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক অমিত শাহের সম্পত্তির পরিমাণ।
 

Sudip Paul | Published : Feb 11, 2021 9:28 AM IST
116
এবার লক্ষ্য তাঁর বাংলা জয়, জেনে নিন অমিত শাহের সম্পত্তির পরিমাণ
গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে থেকে সাংসদ নির্বাচিত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন অমিত শাহ। দীর্ঘ দিন বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলিয়েছেন অমিত শাহ।
216
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তা থেকে জানা গিয়েছে বিগত সাত বছরে অমিত শাহ ও তার স্ত্রী-র মিলিত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণেরও বেশি।
316
২০১২ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের সময় অমিত শাহের সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি টাকা। ২০১৯ সালে অমিত শাহ ও তার স্ত্রীর মিলিত সেই সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৮.৮৪কোটি টাকা। অমিত শাহের নিজস্ব সম্পত্তির পরিমাণ ৩২.৩ কোটি টাকা।
416
২০১৭ সালে রাজ্য সভার প্রার্থী হওয়ার সময় অমিত শাহে পেশ করা হলফনামায় সম্পত্তির পরিমাণ ছিল ৩৪.৩১ কোটি টাকা। অর্থাৎ ২০১৭ সালের থেকে ২০১৯ সালে পেশ করা হলফনামা অনুযায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় ৪.৫৩ কোটি টাকা।
516
যদিও এই সম্পত্তির মধ্যে উত্তররাধিতার সূত্রে পাওয়ার সম্পত্তির পরিমাণ অর্ধেকেরও বেশি বলে জানিয়েছিলেন অমিত শাহ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির পরিমাণ ২৩.৪৫ কোটি বলে জানিয়েছিলেন অমিত শাহ।
616

২০১৯ সালে হলফনামা জমা দেওয়ার সময় অমিত শাহের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ২০,৬৩৩ টাকা। আর তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৭২,৫৭৮ টাকা।

716
দুজনে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন ২৭.৮০ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিটে রয়েছে ৯.৮০ লক্ষ টাকা। এছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া ১৪.৬৪ কোটি টাকার শেয়ার পত্র রয়েছে।.
816
ভাড়নগরে কারবাটিয়া গ্রামে তাঁর স্ত্রী উত্তরাধিকার সূত্রে ৮০.২৪ লক্ষ টাকার কৃষিজমি পেয়েছিলেন। সেখানেও অমিত ও তাঁর স্ত্রীয়ের ৪০ শতাংশ করে অংশীদারি রয়েছে। দাসক্রোই-এর লীলাপুর গ্রামে বিজেপি সভাপতির আরও একটি ৪৫.৬২ লক্ষ টাকা কৃষিজমির মালিক।
916
সেই সঙ্গে শিলাজে উত্তরাধিকার সূত্রে পাওয়া ৬.২৬ কোটি টাকা মূল্যের বাস্তুজমি রয়েচে অমিত শাহের। উত্তরাধিকারে আহমেদাবাদের আশ্রম রোডে ও মেমনগরের সূর্য কমপ্লেক্সে যথাক্রমে ১.৫ কোটি ও ১৫ লক্ষ টাকা টাকা মূল্যের দুটি কমার্শিয়াল স্পেসও রয়েছে।
1016

এছাড়া, মনসায় একটি ২,৫ লক্ষ টাকা মূল্যের আবাস-ও উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অমিত শাহ। থলতেজের সুদীপ সোশাইটিতে ১,৫ কোটি টাকা মূল্যের একটি বাংলোর-ও যৌথ মালিক তিনি।

1116
হলফনামায় নিজের ঋণের পরিমাণও জানিয়েছেন অমিত শাহ। ২ জনের কাছে তাঁর মোট ১৫.৭৭ লক্ষ টাকা ধার রয়েছে। তাঁর স্ত্রীয়ের ঋণের পরিমাণ ৩১ লক্ষ সাড়ে ৯২ হাজার টাকা। দুজনের কারোরই কোনও গাড়ি নেই।
1216
তবে ২০২০ সালে ৩০ জুন প্রধানমন্ত্রীর দফতরে দাখিল করা নথি থেকে যে পরিসংখ্যান মিলেছে তাতে অমিত শাহের সম্পত্তির পরিমাণ আগে তুলনয়া কিছুটা হ্রাস পেয়েছে। সেই নথিতে মোদীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলেও কমেছে শাহের সম্পত্তির পরিমাণ।
1316

২০২০-র জুনে দাখিল করা হিসেবে দেখা যাচ্ছে অমিত শাহের সম্পত্তির পরিমাণ ২৮.৬৩ কোটি টাকা। একবছর আগে সেই পরিমাণ ছিল ৩২.৩ কোটি টাকা। শেয়ার বাজারের পরিস্থিতির কারণেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছিল।
 

1416

পিএমওতে দাখিল করা তথ্য অনুযায়ী, গুজরাতে ১০ টি স্থাবর সম্পত্তি রয়েছে অমিত শাহের। অমিত শাহের হাতে রয়েছে ১৫,৮১৪ টাকা। ব্যাঙ্কে রয়েছে ১.০৪ কোটি টাকা। ইনসিওরেন্স এবং পেনশন পলিসিতে রয়েছে ১৩.৪৭ লক্ষ টাকা। এফডি-তে রয়েছে ২.৭৯ লক্ষ টাকা। অলংকার রয়েছে ৪৪.৪৭ লক্ষ টাকার। সম্পত্তি কমেছে তাঁর স্ত্রীরও।

1516

তবে অমিত শাহের স্ত্রী ও ছেলে জয় শাহের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে নিয়ে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। জয় শাহের কোম্পোনীর রাতারাতি বিপূল আর্থিক লাভ নিয়ে অভিযোগ করে কংগ্রেস সহ বিজেপি বিরোধীর একাধিক দল। যদিও সেই সকল অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগের উড়িয়ে দিয়েছিলেন অমিত শাহ ও জয় শাহও।

1616

সামনেই বাংলার নির্বাচন। প্রচারে প্রতিমাসেই প্রায় বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মোদী-শাহ ম্যাজিকে ভর করে প্রথমবার বাংলায় পদ্ম ফোটাতে চাইছে বিজেপি শিবির। সেই স্বপ্ন বাস্তবে রীপ পাবে কিনা, তার উত্তর মিলবে আগামি মে মাসে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos