মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন তার চেষ্টা সকলে মিলে করা হবে বলেও জনিয়েছেন তিনি৷ এখানে আমাদের ব্যাক্তিগত রাগ, অভিমানের কোনো স্থান নেই ৷ আমরা যারা সিনেমা জগত থেকে এসেছি, তারা কেউই পালিয়ে যাওয়ার লোক নই ৷ দিদি আমাদের পাশই থাকছেন , নন্দীগ্রামে ৷ মেদিনীপুরের লোকেদের কাছে বড়ো প্রাপ্তি এটা ৷ তাই সবাইকে একসাথে একত্রিত হয়ে খেলাটা করতে হবে ৷