রেস্তোরাঁর মানবিক পদক্ষেপ, ফুড ডেলিভারি বয়দের বসিয়ে খাওয়ালো Calcutta 64

  • অর্ডার দেওয়া পছন্দের খাবারগুলি পৌঁছে দেয় এরাই
  • কতজন মনে রাখি এই মানুষগুলোর কথা
  • এঁদের জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে Calcutta 64
  • এই রেস্তোরাঁর উদ্যোগ-কে কুণির্শ জানিয়েছে নেটিজেনরা

বর্তমানে ব্যস্ত জীবন-যাত্রায় এক বড় ভূমিকা পালন করে চলেছে ফুড ডেলিভারি সংস্থা বা যাঁরা খাবার ডেলিভারি দিচ্ছেন তাঁরা। রোদ-ঝড় জল বৃষ্টি নানান প্রতিকূলতার মধ্যেও আমাদের অর্ডার দেওয়া পছন্দের খাবারগুলি একেবারে দোর-গোড়ায় পৌঁছে দেয় এই মানুষগুলো। রাস্তার ভিড়, ট্রাফিক ঠেলে পৌঁছতে দেরি হলেই আমাদের আঙ্গুলের এক চাপে কমে যায় তাঁদের কাজের যোগ্যতার মান। 

আরও পড়ুন-  রমজানের রোজার সময় করোনার টিকা কতটা নিরাপদ, এই বিষয়ে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা 

Latest Videos

আপনার এমন মনে হতেই পারে হঠাৎ করে কেন এই ফুড ডেলিভারি সংস্থা বা এই ডেলিভারি বয়দের বিষয়ে কথা বলছি। সঠিক ভাবে মনে করে বলুন তো, নিজের পছন্দের খাবারটা হাতে পেয়ে গেলে, আমরা কতজন মনে রাখি এই মানুষগুলোর কথা। উত্তরটা হয়তো আমাদের সকলেরই জানা। তবে কেউ মনে না রাখলেও, এক অভিনব উদ্যোগ নিয়েছে Calcutta 64 রেস্তোরাঁর প্রধান দেবোজিত পাল। সল্টলেক সেক্টর ওয়ানে অবস্থিত এই রেস্তোরাঁর উদ্যোগ-কে কুণির্শ জানিয়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল এই দৃশ্য। দেখে নিন ভিডিওটি-

"

ফুড ডেলিভারি দেওয়ার জন্য সারা বছর যাঁরা রেস্তোরাঁর বাইরে অপেক্ষা করেন, Calcutta 64 রেস্তোরাঁর তরফ থেকে সেই জোমাটো ফুড ডেলিভারি বয়-দের খাওয়ানোর ব্যবস্থা করেছে। এমন একটি ট্রিট পেয়ে বেজায় খুশি ডেলিভারি বয়রাও। যারা সারাদিন অন্যের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য রোদ-ঝড়-জল উপেক্ষা করে অনবরত ছুটে চলেছে, তাঁদের কথা মাথায় রেখেই কলকাতায় সম্ভবত এই প্রথম Calcutta 64 রেস্তোরাঁ ফুড ডেলিভারি বয়-দের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। এশিয়ানেট নিউজ বাংলা এমন অভিনব উদ্যোগ-কে জানায় কুর্নিশ।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু