ফ্যাটি লিভার, লিভারে ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজের মতো সমস্যা এখন ঘরে ঘরে। এর প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা। এই রোগ শরীরে বাসা বাঁধলে দেখা দিতে পারে একাধিক জটিলতা। এর থেকে মুক্তি পেতে ও লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই পাঁচটি খাবার, জেনে নিন কী কী।
ফ্যাটি লিভার, লিভারে ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজের মতো সমস্যা এখন ঘরে ঘরে। এর প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা। এই রোগ শরীরে বাসা বাঁধলে দেখা দিতে পারে একাধিক জটিলতা। এর থেকে মুক্তি পেতে ও লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই পাঁচটি খাবার, জেনে নিন কী কী।
টক ফল খেতে পারেন। এমন ধরনের ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি। রোজ একটা করে পাতিলেবু খেতে পারেন। খেতে পারেন মুসম্বি ও আমলকীর মতো ফল। এতে শরীর থাকবে সুস্থ। লিভার থাকবে ভালো। তাই রোজ খেতে পারেন একটি করে টক ফল।
রোজ ১ কোয়া করে রসুন খান। এতে রয়েছে অ্যান্টি বাকটেরিয়াল উপাদান। যা শরীর থেকে সকল দুষিত পদার্থ বের করে দেয়। রসুনের আছে সেলেনিয়াম ও এনজাইম। এতে শরীর থাকবে সুস্থ।
লিভার ভালো রাখতে রোজ ফাইবার যুক্ত খাবার খান। এটি শরীর থেকে সকল ক্ষতিকারক পদার্থ বের করে দিয়ে শরীর সুস্থ রাখে। কপিতে আছে ফাইবার। তেমনই ছোলা ও ব্রকোলিতেও আছে ফাইবার। তাই খেতে পারেন এই সকল সবজি।
তেমনই খেতে পারেন কাঁচা হলুদ। রোজ খালি পেটে ১ টুকরো কাঁচা হলুদ খান। গুড় দিয়ে খেতে পারেন হল হলুদ। এতে লিভার ভালো থাকবে। মেনে চলুন এই বিশেষ টিপস। শরীর থাকবে সুস্থ। দূর হবে লিভারের যাবতীয় সমস্যা।
রোজ ৩ থেকে ৪টি করে আমন্ড খান। এটি মস্তিষ্কে রক্তচলাচল ঠিক রাখে। স্মৃতিশক্তি উন্নত করে। এতে আছে প্রচুর ভিটামিন ই। যা মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে থাকে। তাই রোজ খেতে পারেন আমন্ড।
এছাড়া লিভার ভালো রাখতে চাইলে সোডিয়াম ও ক্যাফেইন যতটা পারবেন কম খান। ধূমপান ও অ্যালকোহল একেবারেই খাবেন না। যকৃতের রোগ দেখা দেয় এই সকল কারণে। তাই লিভারে সুস্থ রাখতে চাইলে নিয়ম মেনে খাবার খান। সঙ্গে খাদ্যতালিকায় রাখুন সবুজ সবজি, তাজা ফল। এই ধরনের খাবার পুষ্টি গুণে পরিপূর্ণ। রোজ ১ বাটি করে সবজি সেদ্ধ খান। খেতে পারেন একটি করে ফল। এর গুণে যে কোনও রকম জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। সুস্থ থাকতে চাইলে খাদ্যতালিকায় এই সকল পরিবর্তন আনুন। এতে শুধু লিভার ভালো থাকবে এমন নয়, সঙ্গে শরীরও সুস্থ থাকবে। এই সবের সঙ্গে নিয়মিত ডাক্তারি পরামর্শ নিন।
আরও পড়ুন- ঝলমল করবে চুল, পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতে তৈরি করে নিন হেয়ার স্পা, এই টিপস ফলো করুন
আরও পডুন- বয়স তিরিশ পেরিয়েছে? অজান্তেই আপনার জীবনে শুরু হয়েছে এই পরিবর্তনগুলো, খেয়াল রাখুন
আরও পড়ুন- মহিলাদের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে কার্যকরী উপায়, এই ৫টি জিনিস রাখুন ডায়েটে