করোনার বিপদ মাথায় করেই চলতে হবে, তাই জেনে নিন কীভাবে বাড়াবেন প্রতিরোধ ক্ষমতা

  • চারদফার লকডাউন উঠে গিয়েছে
  • এখন শুরু হয়েছে আনলক-১
  • করোনার বিপদ মাথায় করেই বাঁচতে হবে
  • তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন

চতুর্থ দফার লকডাউন শেষে শুরু হয়েছে আনলক-১ একটু একটু করে খুলছে বাজার দোকানরাস্তায় নামছে বাসসামাজিক দূরত্বের বিধি মেনে দীর্ঘদিনবাদে কর্মস্থলে যাচ্ছে মানুষ এখন এই পরিস্থিতিতে বেশ বোঝা যাচ্ছে, করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে আমাদেরযদিও, আশঙ্কা করা হচ্ছে, জুন-জলাই মাসে এই সংক্রমণ তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছবেআর সেই বিপদ মাথায় করেই আমাদের দৌড়তে হবে অফিস-কাছারিতেঅতএব, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই

আরও পড়ুন-মাত্র ২৫ সেকেন্ডে পাসওয়ার্ড ছাড়া টাকা তুলতে পারবেন এটিএম থেকে, জানুন কীভাবে...

Latest Videos

কিন্তু কীভাবে বাড়াবেন  করোনা প্রতিরোধ করার ক্ষমতা?

প্রথমেই বলে রাখা ভালো, আলাদা করে করোনা প্রতিরোধের বিশেষ কোনও নেইশরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাডাতে পারলেই, করোনা প্রতিরোধ করা অনেকটাই সম্ভব হবেরোগ প্রতিরোধ বাড়ানোর প্রথম চাবিকাঠি লুকিয়ে রয়েছে, সুষম খাবার খাওয়া, কিছু-না-কিছু ব্য়ায়াম করা বা শারীরিক পরিশ্রম করা আর দিনে অন্তত সাতঘণ্টা ঘুমের মধ্য়েএছাড়া অনেকে বলেন, ভিটামিন-সি খেতেমুসম্বি লেবু হোক কি পাতিলেবুর রস, প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকে তার মধ্য়ে এছাড়াও কেউ কেউ মনে করছেন, কতগুলো ভেষজ রয়েছে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যে কোনও সংক্রমণের হাত বাঁচাতে ম্য়াজিকের মতো কাজ করে বলে দাবি

আরও পড়ুন-ভারতের তিন তরুণ পরিবেশ যোদ্ধা, যারা পরিবেশ রক্ষা করতে এই বয়সেই লড়াইয়ে নেমেছে...

মনে করা হয়, প্রতিদিন সকালে নিয়ম করে গোটা পাঁচেক তুলসী পাতা খেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়গুলঞ্চ পাতা বা শাকও এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট উপকারীএরপরেই উঠে আসে রসুনের নামএমনিতেই রসুনকে বলা হয়, মর্ত্য়ের অমৃতরোজ সকালে দু-কোয়া করে রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ে বলে দাবি করা হয়তবে সকালে না-খেয়ে অন্য় সময়ে খেলেও  সমস্য়া নেইপ্রতিদিন নিয়ম করে দু-কোয়া করে খেলেই হলোপ্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে গরম দুধে একটু হলুদ মিশিয়ে খেলে শরীর খুব ভালো থাকেরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে       

এ তো গেলো খাওয়ার দিক এর সঙ্গে রোজ নিয়মিত ব্য়ায়াম করা খুব জরুরিযদি আর কিছু সম্ভব না-হয়, তাহলে নিয়ম করে হাঁটুনওটাও একটা ব্য়ায়ামচাইলে একটু ফ্রি-হ্য়ান্ড করে নিতে পারেনআর হ্য়াঁ, ভুলেও ঘুম চুরি করতে যাবেন নাপ্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য় খুব জরুরি

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today