খাবার খাওয়ার পরপরই একদম জল পান করবেন না, জেনে নিন কত বড় ক্ষতি হতে পারে

Published : Apr 12, 2022, 05:12 PM ISTUpdated : Apr 12, 2022, 05:13 PM IST
খাবার খাওয়ার পরপরই একদম জল পান করবেন না, জেনে নিন কত বড় ক্ষতি হতে পারে

সংক্ষিপ্ত

খাবারের সঙ্গে বা খাদ্যগ্রহণের সঙ্গে সঙ্গে জল পান করলে অ্যাসিডিটি, ব্লোটিং এর মতো সমস্যা হতে পারে। যারা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করেন, তাদের অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। তবে জেনে নিন খাবার খাওয়ার কতক্ষণ পর জল পান করতে পারেন।  

জল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিন ৩ থেকে ৪ লিটার জল পান করার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, খাওয়ার সময় জল পান এড়িয়ে চলতে হবে, খাবারের সঙ্গে বা খাদ্যগ্রহণের সঙ্গে সঙ্গে জল পান করলে অ্যাসিডিটি, ব্লোটিং এর মতো সমস্যা হতে পারে। যারা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করেন, তাদের অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। তবে জেনে নিন খাবার খাওয়ার কতক্ষণ পর জল পান করতে পারেন।

খাবার খাওয়ার কতক্ষণ পর জল পান করা উচিত?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে খাবার হজম হতে প্রায় ২ ঘন্টা সময় লাগে, এদিকে জল পান করলে হজমে প্রভাব পড়ে। তাই খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর জল পান করা উচিত। এছাড়াও মনে রাখবেন খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে জল পান করুন। 

সঠিক সময়ে জল পানের উপকারিতা -
১)  খাবার খাওয়ার এক ঘণ্টা পর জল পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
২) সঠিক সময়ে জল পান করলে হজমশক্তি ঠিক থাকে, পরিপাকতন্ত্র মজবুত থাকে।
৩) পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকে না।
৪) শরীর খাদ্যে উপস্থিত পুষ্টিগুণ ভালোভাবে শোষণ করে।
৫) সঠিক সময়ে জল পান করা ভাল ঘুমাতেও সাহায্য করে। 

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পানের অসুবিধা -
খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে শরীরে নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে প্রথমেই আসে খাবার হজমের সমস্যা হয়। যার ফলে স্থূলতার সমস্যা বাড়ে, পেট ফোলার সমস্যা, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির সমস্যা, পাকস্থলীতে গ্যাসের সমস্যা। এই সকল সমস্যাগুলি প্রতিনিয়ম বাড়তে থাকলে নানান জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন- ফ্রিজে এইসব ফল রাখলে নষ্ট হয়ে যায় সব পুষ্টিগুণ, জেনে নিন কিভাবে সংরক্ষণ করবেন

আরও পড়ুন- গরমে প্রতিদিন এক টুকরো তরমুজ, নিয়ন্ত্রণে রাখবে ৬ জটিল সমস্যা

আরও পড়ুন- কাঁঠাল খাওয়ার পরে ভুলেও এই খাবারগুলি খাবেন না হতে পারে মৃত্যুও

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস