কোন ব্লাড গ্রুপে বাড়ছে করোনা সংক্রমণ, জেনে নিন সেই তালিকায় আপনার ব্লাডগ্রুপ পড়ছে কি না

  • করোনায় দ্রুত সংক্রমণ হচ্ছেন কারা
  • কোন কোন ব্লাডগ্রুপের সংক্রমণের সম্ভাবনা বেশি
  • সিএসআইআর গবেষণায় নয়া তথ্য 
  • জেনে নিন আপনার ব্লাড গ্রুপ এই তালিকায় পড়ছে কি না

Jayita Chandra | Published : May 11, 2021 8:47 AM IST

অনেকেই আছেন যাঁরা এক বছরে নানা সময় নানা ভাবে প্রশ্নের সন্মুখীন হয়েছেন, অনেকের দ্রুত করোনা সংক্রমণ হচ্ছে, অনেকের আবার একটু সময় লাগছে। এই ভেদাভেদ কি শুধুই সতর্কতা, না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ। এবার  সিএসআইআর-এর গবেষণায় উঠে এলো নয়া তথ্য। রক্তের গ্রুপে দেখে এবার বোঝা যাবে কার সংক্রমমের হার ঠিক কতটা। 

আরও পড়ুন- 'Covid'পজিটিভ, অক্সিজেনের অভাবে মৃত্যু, ঝুঁকি এড়িয়ে ঘাটতি মেটাতে যা করবেন আক্রান্তরা 

দ্রুত করোনায় সংক্রমিত হচ্ছে বি ও এবি রক্তের গ্রুপ যাদের তারা। সম্প্রতি এই তথ্যই উঠে এলো সিএসআইআর-এর সমীক্ষায়। অপর দিকে যদি কারুর রক্তের গ্রপ হয়ে থাকে ও, তবে তাদের করোনায় সংক্রমণের মাত্রা সর্বাধিক কম। তবে করোনায় প্রতিটা পদে আক্রান্ত হচ্ছেন তারাও। স্বস্তির বিষয় এই এদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা উপসর্গহীন বা মৃদ্যু উপসর্গ নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন। 

১০ হাজারের বেশি সংখ্যাক মানুষের রক্তের নমুনা সংগ্রহণ করে এই সমীক্ষা চালানো হয়। ১৪০ জন ডাক্তার মিলে এই সমীক্ষা চায়া। এবং তাঁদের মতে যাঁদের রক্তের গ্রুপ বি ও এবি, তাঁদের মেনে চলতে হবে বেশি সতর্কতা। কারণ তাঁদের সংক্রমণের হার সব থেকে বেশি। 

Share this article
click me!