পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেফতার ভারতীয় দূতাবাসের কর্মী, মস্কো থেকে পাচার হত সেনার তথ্য

Published : Feb 04, 2024, 03:39 PM IST
UP ATS

সংক্ষিপ্ত

সত্যেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে দূতাবাসের কর্মী হিসেবে কাজ করত। সে হাপুরের বাসিন্দা। সূত্রের খবর সেনা বাহিনী সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি সে পাচার করেছে পাকিস্তানের আইএসআই-এর হাতে। 

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিল। ভারত থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল। এমনই অভিযোগে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের সন্ত্রাসবারিধী স্কোয়াড বা ATS অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম সত্যেন্দ্র সিওয়াল। বিদেশ মন্ত্রকের মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) হিসেবে কাজ করত। সূত্রের খবর আইএসআই-এর এক গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবেই দিনের পর দিন ধরে কাজ করত সত্যেন্দ্র।

সত্যেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে দূতাবাসের কর্মী হিসেবে কাজ করত। সে হাপুরের বাসিন্দা। সূত্রের খবর সেনা বাহিনী সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি সে পাচার করেছে পাকিস্তানের আইএসআই-এর হাতে। একটি সরকারি বিবৃতি অনুযায়ী সন্ত্রাসবিরোধী স্কোয়াড মস্কো থেকে ভারতীয় দূতাবাসের এই কর্মী সম্বন্ধে তথ্য পেয়েছিল। মস্কো থেকেই জানতে পেরেছিল ভারতীয় দূতাবাসের এক কর্মী পাকিস্তানের হয় বা আইএসআই-এর এজেন্ট হিসেবে কাজ করছে যাচ্ছে। এটিএস সূত্রের খবর গোপনীয় সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছিল আইএসআই হ্যান্ডেলাররা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থের টোপ দিয়েছিল। আর ভারতীয় দূতাবাসের কর্মীদেরও অর্থের টোপ দেওযা হয়েছিল। ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যে পাচার করা হয়েছে বলেও সূত্রের খবর।

Traffic: বলুনতো ভারতের সবথেকে ধীরগতির শহর কোনটি? বিশ্বের যানজটে বিধ্বস্ত ১০ শহরে ভারতের ২

হাপুরের বাসিন্দা সতেন্দ্র সিোয়াল এই নেটওয়ার্কের প্রধান হিসেবে কাজ করত। সে মূলত মস্কোতে কর্মরত থিল। ভারতীয় দূতাবাসে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে গোপনীয় নথিপত্র বের করতে পেরেছিল। আর সেই নথি একের পর এক পাচার করেছে।

Kashmir Video: বরফ সাদা রাস্তা দিয়ে ছুটছে ঘোড়ার গাড়ি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপূর্ব কাশ্মীর

ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারির পরই সতেন্দ্র সিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়ছে। মিরাটের এটিএস ফিল্ড ইউনিটে তাঁকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরই গুপ্তচরবৃত্তির কথাও স্বীকার করে নেয়। সে আরও বলেছে ২০২১ সালে মস্কোতে কর্মরত ছিল। সেই সময় থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করছিল। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Viral Video: সানফ্রান্সিকোর ভোটে খালিস্তানিদের আশান্তি! দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি

 

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট