প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে টুইটে। এদিকে, রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটে।
কোচবিহারের শীতলকুচিতে গাড়িতে শর্ট সার্কিটের জেরে ১০ পুণ্যার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি মোদী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ সাহায্যের কথা ঘোষণা করেছেন। সঙ্গে প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে টুইটে। এদিকে, রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ১৫-২০ জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে চেপে জল্পেশের দিকে যাচ্ছিলেন। চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে জানিয়েছেন কয়েকজন পুণ্যার্থী। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। চালক অসুস্থদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতদের বাড়ি শীতলকুচিতে। ৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, দুর্ঘটনায় মৃতদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে পুলিশ
১.শুভঙ্কর বর্মন, বাবা- দিলীপ বর্মন, গাছতলা, গোলেন হাটি, শীতল কুচি
২.স্বপন বর্মন, বাবা- সুবোধ বর্মন, মিরাপাড়া, গোলেনহাটি, শীতল কুচি
৩.বাদল বর্মন, বাবা- সুরজ বর্মন, মিরাপাড়া, গোলেনহাটি, শীতল কুচি
৪.বিশাল তিরকি, বাবা- লিনুয়িস প্রতীক তিরকি। মিরাপাড়া, গোলেনহাটি, শীতল কুচি
৫.বিভাস বর্মন, বাবা- আদাকাশ বর্মন, ঠাকুর পাড়া, গোলেনহাটি, শীতল কুচি
৬. বিক্রম বৈশ্য, বাবা- শিকিল বৈশ্য, গারুহাটি, গোসাইএরহাট, শীতলকুচি
৭.বাপি বর্মন, বাবা- দিলীপ বর্মন, শীতলকুচি গার্লস হাই স্কুল, শীতলকুচি
৮. লক্ষ্মণ বর্মন, বাবা- হীতেন বর্মন শীতলকুচি গার্লস হাই স্কুল, শীতলকুচি
৯. মানব বর্মন, বাবা- বিনোদ বর্মন, ঠাকুর পাড়া, গোলেনহাট, শীতলকুচি
১০.সুশান্ত বর্মন, বাবা - দীননাথ বর্মন, মধ্য গোলনহাটি, শীতলকুচি
জানা গিয়েছে জল্পেশ শিব মন্দিরে যাওয়ার পথে চ্যাংড়াবান্ধা এলাকায় পুণ্যার্থীদের গাড়িতে ডি জে বাজানোর জন্য লাগানো হয়েছিল একটি জেনারেটর। সেখান থেকেই শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি রোগীদের সাহায্য করেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
এএসপি অমিত বর্মা বলেন, 'মেখলিগঞ্জ থানার ধরলা সেতুতে একটি ঘটনা ঘটেছে, যেখানে পিকআপ ভ্যানটির ওপর বাজ পড়ে। যাত্রীরা সবাই জল্পেশ যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির পেছনে লাগানো জেনারেটরের (ডিজে সিস্টেম) তারের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।'