১৫ জন পূর্ণ, ২৮ জন প্রতিমন্ত্রী নিলেন শপথ - দেখে নিন সম্পূর্ণ তালিকা

Published : Jul 07, 2021, 10:22 PM ISTUpdated : Jul 07, 2021, 11:33 PM IST
১৫ জন পূর্ণ, ২৮ জন প্রতিমন্ত্রী নিলেন শপথ - দেখে নিন সম্পূর্ণ তালিকা

সংক্ষিপ্ত

রদবদল ঘটল নরেন্দ্র মোদী মন্ত্রিসভার। নতুন করে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। তাদের ১৫ জন পূর্ণ মন্ত্রী এবং বাকি ২৮ জন প্রতিমন্ত্রী। দেখে নিন নতুন মন্ত্রীদের নামের পূর্ণ তালিকা।  

বুধবার রদবদল ঘটল নরেন্দ্র মোদী মন্ত্রিসভার। এদিন রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন নতুন মন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণকারীদের মধ্যে ১৫ জন পূর্ণ মন্ত্রী অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার হলেন এবং বাকি ২৮ জন হলেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ সকলকে শপথবাক্য পাঠ করান।

এবারের নতুন মন্ত্রিসভার অন্যতম বৈশিষ্ট হল সর্বাধিক মহিলা মন্ত্রীর উপস্থিতি। সব মিলিয়ে এবার টিম মোদীতে আসন অলঙ্কৃত করবেন ১১ জন মহিলা মন্ত্রী। ২০১৪ সালে প্রথম মোদী মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীর সংখ্যা ছিল ৭। আর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ৬ জন মহিলাকে মন্ত্রী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এবং তার পাশাপাশি চিকিৎসক, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, উদ্যোগপতি এবং অন্যান্য পেশাদারদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন - টিম মোদীতে সর্বকনিষ্ঠ মন্ত্রী নিশীথ, অবশেষে ভারতের মানচিত্রে জায়গা পেল কোচবিহার-রাজবংশী

আরও পড়ুন - মোদী মন্ত্রিসভার নতুন মুখ রাজীব চন্দ্রশেখর, চিনে নিন এই উদ্যোগপতি-সাংসদ-দেশসেবক'কে

আরও পড়ুন - বাংলাকে দুই-এর বদলে চার দিলেন মোদী - নয়া মন্ত্রিসভায় শান্তনু, নিশীথ, জন ও সুভাষ

এক নজরে দেখে নেওয়া যাক মোদী মন্ত্রিসভায় নতুন করে শপথ নেওয়া ৪৩ জন মন্ত্রীদের -

পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন -

১. নারায়ণ রানে
২. সর্বানন্দ সোনোয়াল
৩. ডাক্তার বীরেন্দ্র কুমার
৪. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
৫. রামচন্দ্র প্রসাদ সিং
৬. অশ্বিনী বৈষ্ণব
৭. পশুপতি কুমার পারস
৮. কিরেন রিজিজু
৯. রাজ কুমার সিং
১০. হরদীপ সিং পুরি
১১. মনসুখ মান্ডব্য
১২. ভূপেন্দ্র যাদব
১৩. পুরুষোত্তম রুপালা
১৪. জি কিশান রেড্ডি
১৫. অনুরাগ সিং ঠাকুর

প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন -

১. পঙ্কজ চৌধুরী
২. অনুপ্রিয়া সিং প্যাটেল
৩. ডাক্তার সত্যপাল সিং বঘেল
৪. রাজীব চন্দ্রশেখর
৫. শোভা করন্দলাজে
৬. ভানুপ্রতাপ সিং বর্মা
৭. দর্শন বিক্রম জারদৌশি
৮. মীনাক্ষী লেখি
৯. অন্নপূর্ণা দেবী
১০. কে নারায়ণস্বামী
১১.কৌশল কিশোর
১২. অজয় ​​ভট্ট
১৩. বি.এল. ভার্মা
১৪.অজয় কুমার
১৫. চৌহান দেবসিং
১৬. ভগবন্ত খুবা
১৭. কপিল মোরেশ্বর পাতিল
১৮. প্রতিমা ভৌমিকী
১৯.ডাক্তার সুভাষ সরকার
২০. ডাক্তার ভাগবত কিশনরাও করাদ
২১. ডাক্তার রাজকুমার রঞ্জন সিং
২২. ডাক্তার ভারতী প্রবীণ পওয়ার
২৩. বিশ্বেশ্বর টুডু
২৪. শান্তনু ঠাকুর
২৫. ডাক্তার মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই
২৬. জন বার্লা
২৭. ডাক্তার  এল মুরুগান
২৮. নিশীথ প্রামাণিক

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি