বাইরে থেকে বোঝা দায়, বাড়ির অন্দরমহলের ছবিটা এমন হতে পারত। হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১০৯-এর ঘটনা এটি। সেখানেই হঠাৎই ঘটে ভয়ানক বিপত্তি। বাড়ির ছাদ বসে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন একাধিক পরিবার।
বাড়ি ভেঙে পড়া, বা বাড়ির ছাদ হঠাৎই বসে যাওয়া, বর্ষায় এমন প্রায়সই ঘটনা খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। সঠিক সময় মেরামত নয়তো বুব্জে পড়া বাড়ির সঠিক পরিচর্যার অভাব, ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয় পরিবারকে, এমনকি পার্শ্ববর্তী বাড়ি, অন্যান্য ফ্লোর বা বাড়ির নিচের বা সামনের খোলা অংশে পথচলতি মানুষের জন্যও তা বিপদ হয়ে দাঁড়ায়। এবার এমনই ছবি ধরা পড়ল হরিয়ানায় (Gurugram apartment)। বাইরে থেকে বোঝা দায়, বাড়ির অন্দরমহলের ছবিটা এমন হতে পারত। হরিয়ানার (Haryana) গুরুগ্রামের সেক্টর ১০৯-এর ঘটনা এটি। সেখানেই হঠাৎই ঘটে ভয়ানক বিপত্তি। বাড়ির ছাদ বসে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন একাধিক পরিবার। ছয় তলায় হঠাৎই বৃহস্পতিবার সন্ধের সময় ভেঙে পড়ে বাড়ির ছাদ (apartment in Haryana's Gurugram collapsed) । বর্তমানে সেই বাড়ির ছাদের সারাইয়ের কাজ (Constraction Going On) চলছিল।
তবে ভয়ানক খবর হল, কেবল ছয়তলা নয়, এক ধাক্কায় ছয়তলা থেকে একতলা পর্যন্ত প্রতিটা ফ্লোরের (From 6 floor to Graoud Floor) ছাদ একসঙ্গে ভেঙে যায়। এর জেরেই মৃত্যু ঘটে দুইয়ের (2 Death Due to Accident)। পাশাপাশি আটকে রয়েছে বাড়ির ভেতর একাধিক পরিবারের সদস্যরা। মুহূর্তে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী টিম। তাঁরা যথা সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে ফ্ল্যাটটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। বেশ কিছু পরিবারের সদস্য সেখানে এখন আটকে রয়েছে। এনডিআরএফ-এর তিনটি টিম বর্তমানে কাজ চালাচ্ছে উদ্ধারের। ঘটনাস্থলে আনা হয়েছে ফারার ব্রিগেড। পুলিশকে খবর দেওয়া মাত্রই সেখানে ফোর্স আসে, বর্তমানে আটকে দেওয়া হয়েছে ফ্ল্যাটের প্রবেশদ্বার (Closed Entry Gate) ।
আরও পড়ুন- 'চক্রান্ত' করে চিকিৎসককে পাঠানো হচ্ছে সেফহোমে, বিএমওএইচ-কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার-আক্রান্ত বিজেপি বিধায়ক মিহির', বিস্ফোরক শুভেন্দু
এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ (Rescue Oparation Going On) । সোশ্যাইটি (House Society) থেকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে নির্মাতার দিকে। দুর্বল বাড়ি, সারাইয়ের কাজ সঠিকভাবে চলছিল না, তার জেরেই এই বিপদ বলে দাবী ফ্ল্যাটের বাসিন্দাদের ও সোশ্যাইটির সদস্যদের। যদিও এই নিয়ে বিল্ডারের পক্ষ থেকে কিছুই এখনও জানানো হয়নি।