Bank Holidays: নতুন বছর শুরু হলেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

২০২৪ সালের জানুয়ারিতে প্রায় ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন ছুটির তালিকা।

Sahely Sen | Published : Dec 27, 2023 5:28 AM IST

২০২৩ সাল শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরের আগমনের সাথে সাথেই শুরু হবে নতুন বছরের কাজকর্ম। কিন্তু এই সময়টায় ব্যাংকের ছুটির কথা মাথায় রেখেই কাজের পরিকল্পনা করতে হবে। কারণ,  ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন ছুটির তালিকা। 

ভারত জুড়ে ২০২৪ সালের জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা দেওয়া হল: 


জানুয়ারী ১ (সোমবার)- নববর্ষের দিন

৭ জানুয়ারী (রবিবার)

১১ জানুয়ারী (বৃহস্পতিবার)- মিশনারি ডে ( শুধুমাত্র মিজোরামে ছুটি)

১২ জানুয়ারী (শুক্রবার) - স্বামী বিবেকানন্দ জয়ন্তী (শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছুটি)

১৩ জানুয়ারী (শনিবার) - মাসের দ্বিতীয় শনিবার

১৪ জানুয়ারী (রবিবার) )

১৫ জানুয়ারী (সোমবার)- পোঙ্গল/তিরুভাল্লুভার দিবস (শুধুমাত্র তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে ছুটি)

১৬ জানুয়ারী (মঙ্গলবার)- টুসু পুজো ( শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও অসমের জন্য ছুটি )

১৭ জানুয়ারী (বুধবার)- গুরু গোবিন্দ সিং জয়ন্তী

২১ জানুয়ারী (রবিবার)

২৩ জানুয়ারী (রবিবার) মঙ্গলবার)- নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী

২৫ জানুয়ারী (বৃহস্পতিবার) - রাজ্য দিবস (শুধুমাত্র হিমাচল প্রদেশে ছুটি )

২৬ জানুয়ারী (শুক্রবার) - প্রজাতন্ত্র দিবস

২৭ জানুয়ারী (শনিবার) - মাসের চতুর্থ শনিবার

২৮  জানুয়ারী (রবিবার)

৩১ জানুয়ারী (বুধবার) : মে -ড্যাম -মি -ফি (শুধুমাত্র অসমে ছুটি )

ব্যাংকের ছুটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ  ব্যাংকের শাখার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Share this article
click me!