RBI Bomb Threat: বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI-কে, হুমকি মেইল আসতেই শহর জুড়ে আতঙ্ক

হুমকিদাতাদের দাবি, বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে মিলিতভাবে ভারতের ইতিহাসে সবথেকে বড় জালিয়াতি করেছে আরবিআই। ফলে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে।

ইমেইল পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে (Reserve Bank of India) ।  ২৬ ডিসেম্বর, মঙ্গলবার, আরবিআই  -এর (RBI) মুম্বই শাখার ইমেল আইডিতে একটি হুমকি মেইল পাঠানো হয়। সেটিতেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

-

তবে, শুধু RBI নয়, আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাকেও এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। সেই ব্যাঙ্কগুলি হল যথাক্রমে HDFC এবং ICICI।  ‘খিলাফত ইন্ডিয়া’ নামে এক ইমেইল আইডি থেকে এই হুমকি ইমেইলগুলি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, হুমকি ইমেলে মুম্বইয়ের ১১ টি ভিন্ন ভিন্ন জায়গায় বোমা রাখার কথা বলা হয়েছে। 

-

হুমকিদাতাদের দাবি, বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে মিলিতভাবে ভারতের ইতিহাসে সবথেকে বড় জালিয়াতি করেছে আরবিআই। ফলে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে।

-

মঙ্গলবার, বেলা দেড়টায় বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। মুম্বই পুলিশের বোম স্কোয়াডের তরফ থেকে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালানো হয়। তবে, তল্লাশিতে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।

 

Latest Videos

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন