নোয়াখালি থেকে আগরতলা হয়ে কলকাতায় আসার পরিকল্পনা, ধরা পড়ে গেল ৩ বাংলাদেশী

বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে অনেকেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছেন নিরাপত্তারক্ষীরা।

ভারতে অনুপ্রবেশের পর আগরতলা থেকে কলকাতায় আসার পরিকল্পনা ছিল। তবে তার আগেই আগরতলা স্টেশনে ধরা পড়ে গেল তিন বাংলাদেশী। তাদের নাম ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস ও মহম্মদ মালিক। ধৃতরা বাংলাদেশের নোয়াখালির বাসিন্দারা বলে জানা গিয়েছে। আগরতলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশের পর আগরতলা থেকে কলকাতায় চলে আসার পরিকল্পনা ছিল ধৃতদের। তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা স্টেশনে যৌথ অভিযান চালায় আগরতলা রেল পুলিশ, আরপিএফ, সীমান্তরক্ষী বাহিনী। আগরতলা স্টেশনে তিনজনকে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাদের আটক করা হয়। এরপর তাদের জেরা শুরু হয়। তারা কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি। কোনও বৈধ নথিও দেখাতে পারেনি ধৃতরা। এই কারণে তাদের গ্রেফতার হয়েছে।

আগরতলা থেকে ট্রেন ধরে কলকাতায় আসার পরিকল্পনা

Latest Videos

আগরতলা পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, আগরতলা থেকে ট্রেন ধরে কলকাতায় আসার পরিকল্পনা করছিল অনুপ্রবেশকারীরা। সেই উদ্দেশ্যেই তারা আগরতলা স্টেশনে পৌঁছে যায়। তবে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগেই তারা ধরা পড়ে গেল।

অনুপ্রবেশের তদন্ত শুরু

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ত্রিপুরা সীমান্ত দিয়েও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশীরা। সম্প্রতি অসমে ধরা পড়েছে ৬ বাংলাদেশী অনুপ্রবেশকারী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে ফিরিয়ে দেওয়া হয়েছে। রবিবার মহাারাষ্ট্রের থানে থেকেও গ্রেফতার হয়েছে এক মহিলা-সহ আট বাংলাদেশী অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ও রবিবার থানের বিভিন্ন জায়গায় অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশ। এই অভিযানে আট বাংলাদেশী ধরা পড়েছে। তাদের বয়স ২২ থেকে ৪২ বছর। তারা রাজমিস্ত্রি, দিনমজুর, কলের মিস্ত্রি হিসেবে কাজ করছিল। তারা ভারতে অনুপ্রবেশের পর বেশ কিছুদিন ধরে বসবাস করছিল বলে সন্দেহ পুলিশের। ধৃতরা কোনও বৈধ নথি দেখাতে পারেনি। এই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমাকে মেরে বাংলাদেশের হিন্দুদের ভয় পাইয়ে দিতে চাইছে,' বিস্ফোরক আওয়ামি লিগ নেত্রী

বাংলাদেশে হিন্দু অত্যাচার অব্যাহত, দুই দিনে ৩টি মন্দিরে হামলা-ক্ষতিগ্রস্ত কালীমূর্তি

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News