হাতে আর এক মাস, পেনশনে বাড়তি টাকা পাওয়ার শেষ সুযোগ বেসরকারি সংস্থার কর্মীদের

বেসরকারি সংস্থার কর্মীদের চাকরি-পরবর্তী জীবনের অন্যতম ভরসা প্রভিডেন্ট ফান্ড ও এমপ্লয়িজ পেনশন স্কিম। বাড়তি পেনশন পাওয়ার সুযোগ থাকলে কেউই তা হাতছাড়া করতে চাইবেন না।

বেসরকারি সংস্থার কর্মীদের বাড়তি পেনশনের জন্য আবেদন করার জন্য আর খুব বেশি সময় নেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটাই শেষ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতে আর হয়তো পেনশনের বাড়তি টাকা পাওয়ার কোনও উপায় থাকবে না। সুপ্রিম কোর্ট এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) আওতায় থাকা ব্যক্তিদের বর্ধিত পেনশন পাওয়ার জন্য আবেদন করার বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। কিন্তু এখনও অনেক বেসরকারি সংস্থার কর্মীই এ বিষয়ে অন্ধকারে। অনেক কর্মী ইপিএস-এ বাড়তি পেনশন পাওয়ার জন্য আবেদন করা সত্ত্বেও তাঁরা বর্তমান সংস্থায় যোগ দেওয়ার আগে যে সংস্থায় কর্মরত ছিলেন, সেই সংস্থা হয় বাড়তি পেনশনের আবেদন খারিজ করে দিয়েছে, না হলে আবেদন অনুমোদন করেনি। এই কারণে অনেক বেসরকারি সংস্থার কর্মীই বুঝতে পারছেন না এবার কী করবেন। বাড়তি পেনশন পাওয়ার সুযোগ আছে কি না, সে বিষয়ে অনেকেরই কোনও ধারণা নেই।

শেষ সুযোগ দিচ্ছে ইপিএফও

Latest Videos

১৮ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) জানিয়েছে, ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে কর্মীদের বেতনের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার শেষ সুযোগ পাচ্ছে বেসরকারি সংস্থাগুলি। কর্মীদের কেন বাড়তি পেনশন দিতে হবে, সে বিষয়ে সংস্থাগুলিকে ১৫ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে কর্মীদের তার খেসারত দিতে হবে।

বেসরকারি সংস্থার কর্মীদের কী করণীয়?

কোনও কর্মী যদি বর্ধিত পেনশন পাওয়ার জন্য আবেদন করেন এবং তাঁর পুরনো সংস্থা সেই আবেদন খারিজ করে দেয়, তাহলে সংশ্লিষ্ট কর্মী এক মাসের মধ্যে সংশোধনের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। কোনও সংস্থা যদি ভুল করে বা অন্যায়ভাবে আবেদন খারিজ করে দেয়, তাহলে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দফতরে আবেদন করতে পারেন কর্মীরা। EPFiGMS পোর্টালেও আবেদন করা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারতের যে কোনও ব্যাঙ্ক, যে কোনও শাখা থেকে মিলবে পেনশন! দুর্দান্ত ঘোষণা মোদী সরকারের

নিউ পেনশন স্কিমের চেয়ে কতটা আলাদা নতুন ইউনিফায়েড পেনশন স্কিম? কী সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মীরা?

নতুন পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের, মুখে হাসি ফুটল ২৩ লক্ষ সরকারি কর্মীর

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News